Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বর্ণনা

ঢাকা বরিশাল মহা সড়ক, এখান  থেকে শুধু ঢাকা নয় বাংলাদেশের যে কোন প্রান্তে  যাওয়া যায় ফলে বরিশালের ভাষায় বিশ্ব রোড বলা হয়।

এটি সন্ধা নদিতে অবস্থিত । এর সংযোগ হয় রহমতপুর বিমানবন্দর মোড় থেকে রাস্তা শুরু হয়ে রামপট্রি দিয়ে ব্রিজ এর মুল স্তম্ভ হয়ে ওপারে রাকুদিয় গ্রাম দেহেরগতি  সংযোগ করা হয় । এবং এর নামকরন করা হয় । বাংলাদেশের প্রখ্যাত একজন ব্যক্তি বীরশ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির এর নামে  তা্ই এটা ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সেতু নামে পরিচিত


বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বরিশালে আশার আগে  মেজর জলীল সেতু ও মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মাঝ খানে নতুন হাট স্টেশনে নেমে উত্তরে ২ কিলো মিটার রাকুদিয়া গ্রামে এ ইউনিয়ন পরিষদ  অবস্থিত ।ততকালীন সাশন আমলে দেহেরগতি গ্রামের লোকজন জমিদার এবং শিক্ষিত ছিলো এবং  মোঃ আঃ গফুর হাওলাদার ঐ  ইউনিয়ন পরিষদ এর দায়িত্বে ছিলেন  সে কারনে রাকুদিয়ার পরিবর্তে দেহেরগতি গ্রামের নামেই এ  পরিষদের নাম করন করা হয় এবং আজ পর্যন্ত তা বলবদ রয়েছে।